in

প্রিন্টার ভালো রাখার উপায় ! কীভাবে প্রিন্টার ভালো রাখতে হয় ।।

প্রিন্টার ভালো রাখার জন্য আমাদের কী কী করা উচিত ??

প্রিন্টার ভালো রাখার জন্য আমাদের কিছু জিনিস অবলম্বন করা উচিত !! How to keep the printer in good condition !!

প্রিন্টার ব্যবহারের ব্যাক্তিগত ধারনাঃ

আমার নিজের ব্যবহারের ব্যাক্তিগত কিছু ধারণা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। কী ভাবে  একটি প্রিন্টার আমি ভালো ভাবে ব্যাবহার করি ।। এবং এতে করে আমার প্রিন্টার ভালো প্রিন্টিং এবং টেকসই হয়েছে। ঠিকভাবে ব্যবহার করা না হলে প্রিন্টারটি সহজে নষ্ট হয়ে যেতে পারে ।।

প্রিন্টার ব্যবহারের কাগজ/পেপার নিয়ে কথাঃ

  • প্রথমত আমি বলবো আপনি যে কোন ব্যান্ডের প্রিন্টার/যে ব্যান্ডের প্রিন্টার ব্যবহার করেন না কেন সব সময় চেষ্টা করবেন আপনি ভালো মানের কাগজ ব্যাবহার করার জন্য এতে করে আপনার প্রিন্টার টি ভালো থাকবে।।  এবং চেষ্টা করবেন প্রিন্টার কেনার সময়  আপনার প্রিন্টারটি যেন একটি ভাল ব্র্যান্ডের হয় ।। প্রিন্টারের কাগজ গুলো ভালো মানের ব্যাবহার করলে এতে করে আপনার প্রিন্টারের হেড ভালো থাকে।।

How To Printer Good Service

প্রিন্টারের হেড ক্লীন এর ব্যবহারঃ 

  • আপনার প্রিন্টারে আপনি যদি একাধারে অনেক গুলো অর্থাৎ 100-200 এর মত প্রিন্ট করে থাকলে এতে করে মাঝে মাঝে একটা হেড ক্লীন করে নিবেন ।। আবার অতিরিক্ত হেড ক্লীন করতে যাবেন না এতে করে আপনার প্রিন্টারের হেড এর সমস্যা হতে পারে ।। প্রিন্টার টি সব সময় পরিস্কার পরিচ্চন রাখার চেষ্টা করুন।। প্রিন্টারের যাতে কোন প্রকার ধুলোকনা না ডুকে সে বিষয়ে খেয়াল রাখা উচিত ।।

প্রিন্টারের কী কালি ব্যবহার করা উচিতঃ

  • অল্পকিছু টাকা বাঁচানোর জন্য আপনি ভুলে ও বাজারের নরমাল দোকান থেকে কালি কিনবেন না ।। সর্বদা চেষ্টা করবেন  ভালো মানের এবং অরজিনিয়াল কালি ব্যাবহার করার জন্য এতে করে আপনার প্রিন্টার অনেক দিন ব্যবহার এবং প্রিন্টিং কোয়ালিটি ভালো থাকবে।। ভালো কালি ব্যাবহারের ফলে আপনার প্রিন্টারের হেড ভালো থাকবে। এবং আপনার প্রিন্টার টি আপনাকে ভালো একটা সার্ভিস দিবে ।। Epson L130 Service Required

প্রিন্টারের কালি কখন দেওয়া উচিতঃ

  • প্রিন্টার ভালো রাখার জন্য আমাদের অনেক গুলো বিষয়ের উপর খেয়াল রাখা উচিত ।। তার মধ্যে আরো একটি বিষয় হচ্চে প্রিন্টারের কালি । প্রিন্টারের কালি শেষ হওয়ার আগেই আমাদের উচিত মেশিনের Maintenance প্রোগ্রামের সাহায্য নিয়ে প্রিন্টারের কালি চেক করা ।। তা ছাড়া আপনি আপনার প্রিন্টারের কালির ড্রাম যদি বাহিরে দিয়ে থাকে তাহলে ভালো করে দেখবেন কতটুকু কালি আপনার মেশিনে আছে।। কালি একেবারে শেষ হয়ে যাওয়ার আগেই আমাদের উচিত মেশিনে কালি দেওয়া ।। কালি একেবারে শেষ  মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করলে প্রিন্টার হেড ও নজলের উপর অতিরিক্ত চাপ পরে এতে করে আপনার প্রিন্টার মেশিন সমস্যা হতে পারে।। Epson L3110 Service required

Best Photo Printer

কাগজ আটকে গেলে প্রিন্টারে কী করা উচিতঃ

  • আমরা দেখি প্রতিনিয়ত মাঝে মাঝে আমাদের প্রিন্টারের কাগজ আটকে যায় এর কয়েকটি কারণ হতে পারে ।। সেগুলো মধ্যে একটি অন্যতম কারণ হলো ভালো মানের কাগজ/পেপার ব্যবহার না করার ফলে এই ধরনের সমস্যা হয়।। চেষ্টা করবেন সর্বদা ভালো মানের কাগজ ব্যবহার করার জন্য এতে আপনার মেশিনটি ও ভালো থাকবে।। কাষ্টমার ও খুশি হবে পেপার টা ভালো দেখলে।। তারপরেও যদি আপনার মেশিনে কাগজ আটকে যায় তা হলে কাগজটি টানা-টানি না করে ধীরে সুস্থে দেখুন কিসের সাথে লেগে আটকে গেছে তা সুক্ষ ভাবে নিছের দিকে টেনে বাহির করার চেষ্টা করুন।। ভুলে ও উপরের দিকে পেপার টি জোর করে টান দিবেন না এতে করে আপনার প্রিন্টার মেশিন এর গিয়ার স্পিং কিংবা গিয়ার এ সমস্যা হতে পারে ।। !! Service Required !! Epson L380

আজকের জন্য এখানে শেষ করলাম যদি ভালো লাগে তা হলে আমাদের এই ওয়েব সাইটি আপনার বন্ধুুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ।। ধন্যবাদ

কম্পিউটার এবং প্রিন্টার আরো টিউটোরিয়াল এর জন্য নিচের লিংকে গিয়ে দেখতে পারেন।।

বিডি সফ্টওয়্যার সপ টিটোরিয়াল ক্যাটাগরি

 

“আপনি চাইলে আমাকে দিয়ে আপনার কম্পিউটারের যে কোন সমস্যার সমাধানের কাজ করাতে পারবেন।। এই জন্য আপনাকে টিম ভিউয়ার অথবা এনিডেস্ক  ডাওনলোড করতে হবে।। তার পরে আমাকে কল দিন 01861624848 ।। আমাদের কাজের সার্ভিস চার্জ দেওয়ার জন্য 01861624848 বিকাশ,নগদ,রকেট।”